মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম করোনা আক্রান্ত হয়েছেন । আজ বুধবার মাগুরায় জেলা প্রশাসকসহ মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪২০জন।
মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, গত দুইদিন আগে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের শরীরে জ্বর আসায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয় আজ তার করোনা পজিটিভ এসেছে। তিনি শারীরিক ভাবে সুস্থ্য আছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের দ্রুত সুস্থ্যতা ও আরোগ্য কামনা করেছেন মাগুরা নিউজ টুডে এর প্রকাশক ও সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল।
এ পর্যন্ত জেলায় মোট ৪২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৬৮ জন সুস্থ্য হয়েছেন। মাগুরায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮জন রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।