মাগুরায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জনতা ব্যাংক মাগুরা শাখার আয়োজনে ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শহরের চৌরঙ্গী মোড় জেলা পরিষদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের মাগুরা শাখার সামনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক ফরিদপুর বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান গাজী। বিশেষ অতিথি ছিলেন, মাগুরা এরিয়া অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ নুরুল ইসলাম, জনতা ব্যাংক মাগুরা প্রধান শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম রিপনসহ স্থানীয় সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২৫৫টি উন্নত জাতের চারা বিতরণ শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।