মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামে রেজাউল ইসলাম (১৮) নামে একপলিটেকনিক ছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের টিপু বিশ্বাসের ছেলে।
আজ সোমবার বিকালে তার বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান , ঘটনাটি আমরা জানি এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা । উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু আর্থিক অনুদান দেয়া হবে ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।