মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানার ওয়াপদা বাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব সিপিসি- ২ ঝিনাইদাহ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করে।
আটকৃত হলেন, রাজবাড়ী থানার ধুনচি গ্রামের দবির চৌধুরীর ছেলে ইকবাল হোসেন(২৪), ও একই এলাকার বিনোদ শীলের ছেলে বিশ্বজিৎ কুমার শীল (২২)।
বুধবার বেলা ১২ টার দিকে র্যাব এর দলটি মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াপদা বাজার চেকপোষ্টে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাদের দুই জনকে আটক করেন। এ সময়ে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটো মোবাইল ফোন ও চারটি সিম জব্দ করা হয়।
যশোর র্যাব- ৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, বুধবার দুপুরের গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঝিনাইদহ র্যাব সদস্যরা মাগুরার শ্রীপুর থানার ওয়াপদা বাজার মাগুরা- ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ২৯৮ বোতল ফেন্সিডিলসহ সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।