মাগুরার মহম্মদপুরের বেথুলিয়ায় কোরবানির পশুর হাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মাগুরা জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম মাস্ক বিতরণ করেছেন।
আজ (সোমবার) বিকালে এ মাস্ক বিতরণ করা হয়। তখন হাটে উপস্থিত জন-সাধারনকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হয়।
সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।