মাগুরার মহম্মদপুর উপজেলায় গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই বৃদ্ধের নাম শুপতি মণ্ডল (৫৫)। তিনি ধুলজোড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুলজোড়া গ্রামের শুপতি মন্ডল শনিবার সকালে বাড়ির পাশে মই বেয়ে একটি কাঁঠালগাছে ওঠেন। হঠাৎ তিনি পা ফসকে গাছ থেকে নিচে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে মাথায় পানি ঢেলে সুস্থ্য করতে চান। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।