মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন ফকির (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে । তিনি জাঙ্গালিয়া গ্রামের জাফর ফকিরের ছেলে।
১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন ভ্যান চালানোর সাথে বিভিন্ন গাছের চারা বিক্রির ব্যবসা করতেন।
আবুল হোসেনের চাচাতো ভাই আনিস ফকির বলেন, বুধবার রাতে ব্যাটারি চালিত ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবেয়া বেগম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবুল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।