শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পস্তাবক অর্পন, আনন্দ শোভযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্বে মাগুরা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ পুস্তস্তাবক অর্পন করেন। এরপর শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনাসভায় যুক্ত হয়। জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মশিউদ্দৌল্লা, মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি জহুরে আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
আলোচনা সভা শেষে মুক্ত দিবসের স্মারক গ্রন্থ বীর কথন এর মোড়ক উন্মোচন ও মুক্তিযুদ্ধে শহীদের জন্য মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও সন্ধায় ব্ল্যাক আউট ও শহরের চৌরঙ্গী মোড়ে মোমবাতি প্রজ্জলন এর আয়োজন করা হয়েছে।