দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালন করা হয়।
এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান আল মাহফুজ,সাবেক সভাপতি আরাফাত হোসেন ও সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, জেলা সাংগঠিক সম্পাদক আব্দুল হান্নান,প্রশিক্ষন সম্পাদক ইসরাফিল বিন সাঈদ, অর্থ সম্পাদক আবু হানিফ,দপ্তর সম্পাদক মামুন হোসেন, স্কুল সম্পাদক রনি আহম্মেদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ জানায় এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবীতে জানান।
বি/কে, মাগুরা নিউজ টুডে।