সারাদেশে করোনাভাইরাসের সংক্রমন আশঙ্কাজনক হরে বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি এড়াতে আগামী ৬ ফেব্রুয়ারি অবধি সশরীরে শিক্ষাকার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তবে অনলাইনে চলানো হবে শিক্ষাকার্যক্রম।
আজ শুক্রবার বিকাল ৪ টায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনার ভিত্তিতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. খান গোলাম কুদ্দুস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৬ ফেব্রুয়ারি অবধি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। অনলাইনে চালানো হবে শিক্ষা কার্যক্রম। তবে স্বাস্থ্যবিধি মেনে সুপারভাইজারের নির্দেশনায় সশরীরেই চলবে গবেষণা কার্যক্রম। ৩০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও, ১ম বর্ষের ক্লাস ও শূণ্য আসনে ভর্তি প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না আসা অবদি উক্ত তারিখ ( ৬ ফেব্রুয়ারি) অবধি স্থগিত থাকবে।
এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বিশেষ সতর্কতা অবলম্বন করে খোলা থাকবে।
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, করোনাভাইরাসের সক্রমণ এড়াতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে সকল প্রকার সভা সমাবেশ, খেলাধুলা, লোক সমাবেশ স্থগিত থাকবে। এবিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।