মাগুরায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ল্যাব ইনচার্জ রাম প্রসাদ কুন্ডু ও তার স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬০ জন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় মাগুরা জেলায় নতুন করে ১৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬০ জন। আজ নতুন করে সুস্থ্য হয়েছে ১৬ জন। মোট সুস্থতার সংখ্যা ৩৯৩ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছে ১০ জন।
মাগুরায় নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে ৮ জনই মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মাগুরা পৌরসভার ৪ জন, শালিখা উপজেলার ১ জন, শ্রীপুর উপজেলায় ১ জন। এছাড়া ঝিনাইদহের ১ জনের ফলাফল পজেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে ১৭ ব্যক্তিকে এবং ১৩৭ জন আক্রান্তকে নিজ নিজ বাড়ীতে রেখে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বি/কে, মাগুরা নিউজ টুডে।