সময় টিভি ও যায় যায় দিন পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বাস বাপী কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে আজ রবিবার বিকালে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে তার নিজ বাড়ী তাঁতীপাড়ায় তার মায়ের হাতে শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রী পৌছানো হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম আলী মোনাল, মোকলেছুর রহমান, দেলোয়ার হোসেন, এস আলম তুহিন, রাশেদ খান ও নাসিরুল ইসলাম বাবলু। এ সময় সাংবাদিকবৃন্দ বিশ্বজিৎ এর আশু সুস্থতা কামনা করেন।
শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন ধরনের দেশী ফল ও মসলা জাতীয় দ্রব্য দেয়া হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।