করোনা সংক্রমনের কারণে মাগুরা সদরের বরই পালপাড়ায় মৃৎশিল্পীরা ভালো নেয়। এ শিল্পের সাথে জড়িত পরিবার গুলো পড়েছে বিপাকে । কুমোরেরা এখন অলস সময় পার করছেন । নেই কোনো ব্যস্ততা, কাজের প্রতি নেই কোনো আগ্রহ । প্রতি বছর নববর্ষ, বৈশাখী মেলা, পূজা উৎসব ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মেলা বসে । কিন্তু এবার হয়নি কোন মেলা বা পূজা উৎসব । যেকারনে মৃৎশিল্পীরা পড়েছেন আর্থিক সংকটে।
মাগুরা সদরের বরই পালপাড়ায় নেই মৃৎশিল্পীদের সেই ব্যস্ততা । কাজ না থাকায় অনেকে বেকার অবস্থায় বসে আছে । করোনার জেরে বিপর্যস্থ হয়েছে গোটা জনজীবন । পাল পাড়ার কুমোরেরা অলস হয়ে বসে আছে । বাইরে থেকে মহাজনরা পাল পাড়ায় এসে জিনিসপত্রের বায়না দিয়ে যায় । কিন্তু এবার মহামারি করোনার কারণে বাইরে থেকে পাইকারি ব্যাপারীরাও আসতে পারছে না । পালপাড়ায় প্রতি পরিবারে পোড়া মাটির তৈরি নানা ধরনের জিনিসপত্র অলস অবস্থায় পড়ে আছে । মাটির জিনিসপত্র বিক্রি না হওয়াতে পালেরা নতুন করে আর কোনো মাটির তৈরি জিনিসপত্র বানাচ্ছে না ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।