পদোন্নতি পেয়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ২০ জুলাই সোমবার সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করলেন শালিখার সাবেক ইউএনও সুমী মজুমদার।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ২০১১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
কর্মজীবনে প্রথমে তিনি নোয়াখালী জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার এসিল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে ৫ ই জানুয়ারী থেকে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সর্বপ্রথম শালিখাতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালের জুন মাসে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে তাঁকে নড়াইলে এডিসি পদে পদায়ন করা হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।