ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে উপজেলার পূর্ব বাজারে সমিতির অস্থায়ী কার্য্যালযে অনুষ্ঠিত নির্বাচনে ১২ টি পদের মাঝে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম খাঁন(প্রতিক-চেয়ার), মিজান খাঁন(প্রতিক-ছাতা) ও আলফাজ খন্দকার (প্রতিক-হারিকেন)।
উক্ত নির্বাচনে মোট ভোটার ১০০ জন হলেও ভোট দিয়েছেন ৯৩ জন। তন্মধ্যে বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম খাঁন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিজান খাঁন পেয়েছেন ২৪ ভোট। তৃতীয় জন কোন ভোট পাননী। কারণ ০১ টি ভোট বাতিল হয়ে যায়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে আক্তার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক হাজি মোঃ ইমরান মোল্লা,সহ সাধারণ সম্পাদক মোঃ লিটন মিযা(মধু)
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহবুব মিয়া,কোষাধক্ষ্য পদে আফসার সাইফ
দপ্তর সম্পাদক পদে সফিকুল ইসলাম ভুইয়া ,
প্রচার সম্পাদক পদে সুমন মিয়া,
সদস্য পদে মোঃ আবু ছায়েদ,দুলাল মিয়া, লিযাকত আলি।